‘নেইমার চলে যাও’ স্লোগান দিলেন পিএসজি সমর্থকরা

0
77

স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সমর্থক নেইমারের বাসার সামনে গিয়ে তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফরাসী গণমাধ্যম জানিয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েক’শ সমর্থক নেইমার ছাড়াও লিওনেল মেসির বিরুদ্ধে মিছিল দিয়েছেন। এছাড়া ক্লাব প্রধান নাসের আল খেলাইফির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নেইমারের বাসার সামনে যাওয়ার আগে বিক্ষুব্ধ সমর্থকরা ক্লাবটির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিশ্চিত করেছেন। এমনকি মিছিল শেষ করে সমর্থকরা চলে গেছেন বলে ইন্সটাগ্রামে এক স্টোরিতে লিখেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।

এদিকে সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি পিএসজি। ফরাসি ক্লাবটি তাদের এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে বলেছে, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here