স্পোর্টস ডেস্ক:: বেদনার রঙে নীল হয়ে ব্রাজিলিয়ানরা। সাম্বা ফুটবলের সৌন্দর্য্যে আর দেখা মিলবে না কাতার বিশ্বকাপে। শেষ মুহুর্তে এগিয়ে গিয়েও ম্যাচ জেতা হয়নি। দুঃস্বপ্নের এক রাত কেটেছে ব্রাজিলিয়ানদের। টাইব্রেকার ভাগ্যেই ইতি ঘটেছে হেক্সা মিশনের।
তীতের দল দ্বিতীয়ার্ধের শেষ দিকে লিডও নেইমারের গোলে। অথচ লিডটি তারা ধরে রাখতে পারেনি। ক্রোয়েশিয়া সমতায় ফিরে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। ভাগ্যের খেলায় ব্রাজিল হয়ে যায় পরাস্ত। ভেঙে যায় ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্ন।
বাংলাদেশের ফুটবল উন্মাদনা কিছুটা হলেও কমে গেছে ব্রাজিল হারের পর। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এখনো টিকে আছে বিশ্বকাপে। এই টাইব্রকার ভাগ্যেই জিতে গেছে লিওনেল মেসির দল। স্কালোনি পারলেও পারেননি তীতে।
শেষ আটে হারের পর রীতিমতো দঃস্বপ্নে যাচ্ছে নেইমারদের সময়। ব্রাজিলিয়ান এই সুপার স্টার নিজেও বিশ্বাস করতে পারছেন না আসলে কী হয়েছে। ব্রাজিল ফুটবলের কাতার বিশ্বকাপের ইতি ঘটেছে। সেটা তিনি নিজেও মেনে নিতে পারছেন না। গোল করে দলকে এগিয়ে দিয়েও শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। গতবারের রানার্সআপরা এবারো নিশ্চিত করেছে সেমিফাইনাল।
হারের পর ম্যাচটি নিয়ে নেইমার জুনিয়র বলেন, ‘মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি। এখনো বিশ্বাস করতে পারছি না কী হয়েছে। কিন্তুু কিছু করার নেই, এটাই ফুটবল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০