নেইমার বিশ্বমানের খেলোয়াড়- পিএসজি কোচ

0
9

স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টোফ গালতিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গালতিয়ার সঙ্গে পিএসজির চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের দলটি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় গালতিয়ারকে। যেখানে এ ফরাসি কোচ প্যারিসে নেইমারের অনিশ্চিত ভবিষ্যতের বিষয়ে আশার কথা শোনান। গালতিয়ের বলেন, ‘আমি চাই নেইমার আমাদের সঙ্গে থাকুক। সেই বিশ্বমানের খেলোয়াড়, সব ম্যানেজারই তার মতো বিশ্বমানের খেলোয়াড়কে দলে পেতে চাইবে। অবশ্যই, দলে ভারসাম্য থাকতে হবে। আমি তার কাছ থেকে কি চাই সে বিষয়ে স্পষ্ট। আমি নিশ্চিত সে আমাদের সঙ্গে থাকছে। কারণ আমরা প্যারিসে সেরা খেলোয়াড়দের চাই।’

গালতিয়ার আরো বলেন, ‘পিএসজি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে। ফলে দলকে সাফল্য এনে দেওয়ার চাপ তো থাকবেই। তবে তার জন্য সকলকে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। ফুটবলারদের সঙ্গে দ্রুত পরিচয় পর্ব সেরে মাঠে নামাই লক্ষ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here