নেইমার-মেসি-এমবাপের ত্রিফলা আক্রমণ ‘ভাঙবে না’ পিএসজি

0
123

স্পোর্টস ডেস্ক:: অবশেষে এক সাথে জ্বলে উঠছেন তিন তারকা। ফুটবল বিশ্বের সেরা আক্রমণভাগ নিয়ে এগিয়ে যাচ্ছে পিএসিজ। এক সঙ্গে তিন তারকার সুফল পেতে শুরু করছে ফরাসি ক্লাবটি। মেসি, নেইমার-এমবাপেরা ছন্দে ফেরায় কুপোকাত হচ্ছে প্রতিপক্ষকরা।

সবশেষ ম্যাকাবি পেয়েছে সেই উত্তাপ। মেসি, এমবাপের দু’টি করে গোল আর নেইমারের একটি গোলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। পিএসজির সমর্থকেরা দরুণ উচ্ছ্বসিত তিন তারকাকে ছন্দে পাওয়ায়।

প্রত্যেকেই গোল করছেন, আবার একজন আরেকজনকে অ্যাসিস্টও করছেন। দারুণ সমন্বয়ে ত্রিফলা আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ছে পিএসজি। কিন্তুু শঙ্কা উঠে মাঝে মধ্যেই। ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পিএসজি ছেড়ে যাওয়ার খবর চাউর হয়।

তবে এবার পিএসজির কোচ জানিয়েছেন, ত্রিফলা আক্রমণের সুফল পেতে শুরু করেছে তার ক্লাব। তারা এই জুটি ভাঙতে চান না। মেসি, নেইমার-এমবাপেদের আক্রমণভাগ অক্ষুন্ন রাখতে চান। লিগ ওয়ানে তোয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে আক্রমণভাগ নিয়ে কথা বলেছেন পিএসজির কোচ গালতিয়ে।

তিন তারকার আক্রমণভাগ ধরে রাখতে চান জানিয়ে পিএসজি কোচ গালতিয়ে বলেন, ‘আমাদের এই ইতিবাচকতা আছে এবং আমরা এটা ধরে রাখতে চাই। সাম্প্রতিক সপ্তাহে মেডিকেল স্টাফরা চমৎকার কাজ করেছে। ছেলেরা ভালো আছে, যেখানে এই ইতিবাচকতা আছে, আমরা এটা বজায় রাখব।’

দলের অধিকাংশ গোলই এই তিন জনের জানিয়ে কোচ আরো বলেন, ‘তাদের ক্লান্তির অবস্থার ওপর নির্ভর করবে তারা খেলবে কি-না। এই মৌসুমে ৫০ গোলের ৪০টি করেছে তারা। তাই এটা (তিন জনের খেলা) তাদের ফর্মের ওপর নির্ভর করবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here