স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা নেইমারের যোগ দেওয়ার দিনে জিততে পারেনি আল হিলাল। সৌদীর প্রো লিগের ক্লাবটি বিশ্ব ফুটবলের বড় এই তারকাকে নিজেদের দলে ভেড়ানোর পর পেলো প্রথম জয়ের দেখা। আল রেডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হিলাল।
দিন দু’এক আগে নেইমারকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে ক্লাবটি। সেই রাতের ম্যাচে জিততে পারেনি। তবে বৃহস্পতিবার রাতের ম্যাচে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে জয় উপহার দিয়েছে আল হিলালের ফুটবলাররা।
আল রেড হিলালের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। এক হালি গোল হজম করে নিজেরা একটি গোলও শোধ দিতে পারেনি। ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় হিলাল। প্রথমার্ধের শেষ দিকে ৪২তম মিনিটে আলেকসান্ডার মিত্রোভিচের গোলে লিড নেয় দলটি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর মিনিট দশেকের মধ্যেই ব্যবধান বড় করে হিলাল। ম্যাচের ৫৬তম মিনিটে সালেম আল দাওসারি ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে। মিনিট বিশেকের মধ্যেই জোড়া গোল পূর্ণ করেন তিনি। ৬৯তম মিনিটে তার দ্বিতীয় গোলে হিলাল লিড নেয় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া রেড আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আব্দুল্লাহ। ৮৯তম মিনিটে তার গোলেই হিলালের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০