স্পোর্টস ডেস্ক:: নেইমার, রদ্রিগোদের জ্বলে উঠার দিনে বিশ্বকাপ বাছাই পর্ব জয়ে শুরু করলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে।
শনিবার ভোরে অনুষ্টিত ম্যাচে ব্রাজিল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। রদ্রিগোর জোড়া গোলের সঙ্গে নেইমার ও রাফিনহার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল খেলা দলটি।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের চার গোলে ব্রাজিল বলিভিয়ার জালে বল পাঠিয়েছে পাঁচবার। চার গোল হজমের পর অবশ্য বলিভিয়া একটি গোল শোধ দিয়েছিলো। কিন্তুু নেইমার জোড়া গোল করে ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান ৫-১ করে ফেলেন।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে পড়ে যেনো অসহায় হয়ে যায় বলিভিয়া। কোনো প্রতিরোধই গড়তে পারেনি দলটি। এক তরফা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নেইাররা। ম্যাচের ২৪তম মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় ব্রাজিল। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটি এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরপরই জ্বলে উঠে ব্রাজিলিয়ানরা। এবার চার গোল দেয় প্রতিপক্ষের জালে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দু’একের মধ্যেই রাফিনহা ব্যবধান বড় করেন। ৪৭তম মিনিটে তার গোলেই ব্রাজিল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মিনিট পাঁচেক পরেই জোড়া গোল পূর্ণ করেন রদ্রিগো। ৫৩তম মিনিটে তার দ্বিতীয় গোলে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া বলিভিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছিলো বেশ। কিন্তুু নেইমারদের একের পর এক আক্রমণে দলটি কোনঠাসা হয়ে পড়ে। ৭৮তম মিনিটি আবিরগোর গোলে ব্যবধানও কমায় দলটি। ৩-১ গোলে থাকা ম্যাচে এরপরই জ্বলে উঠে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। পেলেকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে করেন জোড়া গোল।
ম্যাচের ৬১তম মিনিটে নেইমার ব্যবধান ৪-১ করে ফেলেন। বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও থামেননি এই তারকা। অতিরিক্ত সময়ে বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতেই ব্রাজিলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয়ে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০