নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। ইতোমধ্যে ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে। তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস জিতেছেন ম্যাচের টস। সিদ্ধান নিয়েছেন আগে ফিল্ডিং করার। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।
অবসরকাণ্ডে তামিম ইকবাল বাকি দুই ওয়ানডেতে নেই। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে আফগানিস্তান।
গত বুধবার বৃষ্টি বাগড়া দেয়া প্রথম ওয়ানডেতে ডিএল মেথডে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে কি সফল হতে পারবে লিটন দাসের নেতৃত্বাধীন দল?
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, নাঈশ শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০