নেই পঞ্চপাণ্ডব, টি-২০তে তারুণ্যের পথে বাংলাদেশ

0
38

নিজস্ব প্রতিবেদক:: সামনেই টি-২০ বিশ্বকাপ। অথচ তার আগেই সিনিয়র ক্রিকেটার শুন্য বাংলাদেশ দল। সিনিয়রদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানকে দেখা যাবে টি-২০ স্কোয়াডে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের বিদায় করে দেওয়ার পথে বিসিবি।

পঞ্চপাণ্ডব খ্যাত বাংলাদেশ দলে বহু দিন থেকেই নেই মাশরাফী বিন মোর্ত্তজা। এবার জিম্বাবুয়ে সফরের টি-২০ দলে নেও বাকী চার জনের একজনও। সাকিব আল হাসান ছুটি নিয়েছেন এই সফর থেকে। তামিম ইকবাল আন্তর্জাতিক টি-২০ থেকেও অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে টি-২০ দল থেকে, নেতৃত্বও হারিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে টি-২০ দলেও নেই মুশফিকুর রহিম।

বিশ্বকাপ পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-২০ দল গড়তে যাচ্ছে। পাঁচ পঞ্চপাণ্ডবের কেউ না থাকায় তাই সিনিয়র ক্রিকেটারহীন হয়ে পড়লো টি-২০ দল। তামিম অবসরে, মাশরাফীও এক প্রকার অবসরে। বিসিবি মুশফিক ও রিয়াদকে টি-২০ পরিকল্পনার বাইরে রেখেছে। একমাত্র সাকিবই থাকলেন টি-২০ স্কোয়াডে।

টি-২০ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই। ক্রিকেটের এই ফরম্যাটে সাফল্য মিলছিলো না দীর্ঘ দিন ধরে। এরপরই সিনিয়রদের বাদ দিয়ে টি-২০ দল গঠণের আলোচনা শুরু হয়। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই জানিয়ে ছিলেন, টি-২০ দল হতে হবে পারফর্মারদের দিয়ে, তারুণ্য নির্ভর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জিম্বাবুয়ে সিরিজ থেকে সেই পথে হাঁটা শুরু করলো।

শুধু দলটাই তারুণ্য নির্ভর নয়, একদম তরুণ একজন ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হয়েছে জিম্বাবুয়ে সিরিজের নেতৃত্বভার। তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন দলকে। এরপর সাকিব ফিরলে তার কাঁধেই তুলে দেওয়া হবে অধিনায়কত্ব।

বাংলাদেশ টি-২০ দল:
নুরুল হাসান সোহান, (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও পারভেজ হোসেন ইমন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here