নেই মুমিনুল-নাঈম, ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন সৌম্য-সাব্বির-মিঠুনরা

0
22

নিজস্ব প্রতিবেদকঃ ক্যারিবিয়ান সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আর সেই সফরের জন্য দল ঘোষণা করা হয়েছে। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এই সফরের জন্য আলাদা করে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ধারণা করা হচ্ছিল ‘এ’ দলের হয়ে এই সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক। কিছুদিন আগে টেস্টে নেতৃত্ব হারানো মুমিনুল সম্প্রতি ক্যারিবিয়ান সফর করে এসেছেন। প্রথম টেস্টে ব্যর্থতার ধারা সেখানেও দেখিয়েছেন। দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়নি।

মুমিনুলের এই ব্যর্থতা কাটাতে ‘এ’ দলের হয়ে আবারও ক্যারিবিয়ান সফরে পাঠানো হবে বলে আন্দাজ করা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত আর সেটা হচ্ছে না। গুঞ্জন রয়েছে ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফরে আপত্তি ছিল মুমিনুলের। নির্বাচকরাও বুঝেছেন মূল কারণ। সিনিয়র ক্রিকেটার হিসেবে তাই ‘এ’ দলের হয়ে মুমিনুলকে পাঠাচ্ছেন না আর তারা।

এদিকে ‘এ’ দলে জায়গা হয়নি নাঈম ইসলামের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দারুণ পারফর্মেন্স করেন এই ব্যাটার। পরবর্তীতে ডাক পান বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। তবে তাকে নেওয়া হয়নি ক্যারিবিয়ান সফরের দলে।

নাঈম ডাক না পেলেও, ডাক পেয়েছেন সাব্বির রহমান। তিনিও ডিপিএলের রানার্সআপ হওয়া রূপগঞ্জের অন্যতম পারফর্মার ছিলেন। ডাক পেয়েছিলেন বাংলা টাইগার্স দলে। সেখান থেকে এবার সুযোগ মিলেছে ‘এ’ দলের সফরে। ওয়ানডে দলে আছেন তিনি। জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করার আরও একটা সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান।

এছাড়া জাতীয় দলের হয়ে নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছেন সৌম্য সরকারও। বাংলাদেশ টাইগার্স দলে ছিলেন। সবশেষ এইচপির সাথে ম্যাচেও পারফর্মেন্স করেছেন। যদিও সেখানে চার দিনের ম্যাচে পারফর্ম করলেও, ক্যারিবিয়ান সফরে চার দিনের দলে ডাক পাননি। সাব্বিরের মতো তিনিও আছেন ওয়ানডে দলে।

এর বাইরে মোহাম্মদ মিঠুন আছেন। তিনি চার দিনের ম্যাচ ও ওয়ানডে দুই দলেই সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগে পারফর্ম করা জাকির হাসান, জাকের আলি অনিকরা। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, নাঈম শেখ, সাইফ হাসানরা সু্যোগ পেয়েছেন।

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, এনামুল হক, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল
সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here