নেতার সাফল্যের দিনে ব্যর্থ বাংলাদেশ

0
25

স্পোর্টস ডেস্ক: যে নেতার নেতৃত্বে একের পর এক জয় ছিনিয়ে আনছে বাংলাদেশ, দ্বিপাক্ষিক পরাজিত করছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তিকে সেই দলনেতা মাশরাফি বিন মর্তুাজার সাফল্যময় দিনে ব্যর্থ বাংলাদেশের ক্রিকেটাররা।

সাকিবকে ছাড়িয়ে মাশরাফি পৌছে গেছেন দেশের সেরা এক দিনের বোলারে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মাশরাফিই লাল-সবুজের সর্বোচ্ছ উইকেট শিকারি। তিনি আজকে এই কীর্তি গড়লেন, সে দিনেই কিনা ইংল্যান্ডের কাচে সিরিজ হারাতে হলো বাংলাদেশকে।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে চার উইকেট নিয়ে ব্যবধানটা কমিয়ে রেখেছিলেন। হেরে যাওয়া শেষ ওয়ানডে দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী এখন মাশরাফি। মাশরাফি এখন ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২১৬ উইকেটের মালিক।

২১৫ উইকেট নিয়ে সেরার আসনটি এতোদিন ধরে রেখেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজকের দিনে নয়, হয়তো আরো অনেক আগেই সাকিবকে ছাড়িয়ে যেতে পারতেন মাশরাফি। তবে ক্যারিয়ারের বড় বাঁধা ইনজুরি সেটা হতে দেয়নি। ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে মাশরাফিকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here