স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। এই তারকা ব্যাট হাতে পারফর্ম করেই যাচ্ছেন। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, দলের তিন সংস্করণের অধিনায়কও তিনি। ডানহাতি ক্রিকেটারকে তাই বাড়তি চাপ সামলাতে হয়।
যদিও নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ ঝামেলায় পড়তে হচ্ছে তাঁকে। খুব একটা সন্তোষজনক পারফর্ম যখন করতে পারছে না দল, তখনই সমালোচনায় পড়তে হচ্ছে বাবরকে। সেই চাপ থেকে মুক্ত হতে, বাবরকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকেই।
এবার সেই পথে হাঁটলেন শোয়েব মালিকও। পাকিস্তানের এই ব্যাটিং অলরাউন্ডার জানিয়েছেন, যদি নেতৃত্বের চাপ না থাকে, তাহলে আরও বেশি রেকর্ড গড়তে পারতেন বাবর। নেতৃত্ব ব্যাটিংয়ে সীমাবদ্ধতা তৈরি করে বলে মনে করেন তিনি।
নিজ দেশের এক গণমাধ্যমকে শোয়েব মালিক বলেন, ‘বাবর আজম অসাধারণ ব্যাটার। কিন্তু আমরা তাঁর ব্যাটিং দক্ষতা আর নেতৃত্বের গুণাবলীকে একই স্কেলে রেখে অবিচার করি। এটি (নেতৃত্ব ছেড়ে দেওয়া) বাবর আজমকে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি রেকর্ড গড়তে সহায়তা করবে। কেননা, নেতৃত্বের চাপ মানুষের ব্যাটিংয়ে সীমাবদ্ধতা বাড়ায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post