স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায় নি ইংল্যান্ড। বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে বড় জয় পেয়েছে লঙ্কানরা। আগে ব্যাট করে মাত্র ১৫৬ রানে গুঁটিয়ে যায় জস বাটলারের দল। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পায় কুশাল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।
বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র ১ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কার কাছে হারের পর বাটলারকে প্রশ্ন করা হয়েছিল, এই ব্যর্থতার পরও নিজেকে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করেন কি না। বাটলার উত্তরে বলেছেন, ‘হ্যাঁ।’
বাটলার বলেন, ‘একজন অধিনায়ক, একজন নেতা হিসেবে আমার নিজের ওপর অনেক আস্থা ও বিশ্বাস আছে, একজন খেলোয়াড় হিসেবেও তাই। সবসময় প্রশ্ন করছেন যে, কিভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারি এবং দলকে সঠিক পথে নিতে পারি। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে, আমার এখনও দলের অধিনায়ক থাকা উচিত কি-না, প্রশ্নটা আমার চেয়ে ছেলেদের কাছে করাটা গুরুত্বপূর্ণ।’
এদিকে অসহায়ত্বও ফুটে উঠল ইংলিশদের অধিনায়কের কণ্ঠে। উইকেটকিপার ব্যাটার বাটলার বলেন, ‘অনেক কঠিন আর হতাশার এক টুর্নামেন্ট যাচ্ছে। নিজের ওপর, আর সবার ওপরই হতাশ, কেউই নিজেদের সেরাটা দেখাতে পারিনি। (কেন এমন হচ্ছে), এর কোনো সোজাসাপটা উত্তর এই মুহূর্তে নেই।’