স্পোর্টস ডেস্কঃ সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। শুক্রবার হায়দ্রাবাদে ৮১ রানে জিতেছে তারা। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস ২০৫ রানে অলআউট হয়। ফলে ৮১ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।
রান তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনেই খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাক ও’ডাউড ৫ রান করে ফিরে গেলেও বিক্রমজিৎ সিং ছুটতে থাকে অর্ধশতকের পথে। কলিন অ্যাকারম্যান বিদায় নেন দলীয় ৫০ রানে, ১৭ রান করে। অর্ধশতক তুলে নেন বিক্রমজিৎ। ৬৭ বলে ৫২ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট হন তিনি। এরপর দুর্দান্ত বল করা বাস ডি লিড ব্যাট হাতে দায়িত্ব নেন ডাচদের। একপ্রান্ত উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন।
তবে তেজা নিদামানুরু ও স্কট এডুয়ার্ডস দ্রুত ফিরে যান। দলীয় ১৩৩ রানে তেজা নিদামানুরু ৯ বলে ৫ ও স্কট এডুয়ার্ডস ২ বলে শূন্য রানে ফিরে যান। দলের এমন বিপর্যয়ে অর্ধশতক তুলে নেন ডি লিড। ৪ বাউন্ডারির সঙ্গে এক ছক্কায় ৫০ বলে ৫০ করেন তিনি। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত এই ডাচ ব্যাটার ফেরেন ৬৮ বলে ৬৭ রান করে। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৬টি চারের মার। লোগান ভ্যান বিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হারিস রউফ। দুটি উইকেট পান হাসান আলী।
এর আগে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে তুলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বাকিদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ৩৯ ও শাদাব খান করেন ৩২ রান। ডাচদের হয়ে ৪ উইকেট পান লিডি। ২ উইকেট নেন অ্যাকারমান। একটি করে উইকেটের দেখা পান আরান দত্ত, ভ্যান ভিক ও ভ্যান মিকারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০