নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য আজ হোয়াইটওয়াশ। বুধবার সিলেটে টস জিতেছে নেদারল্যান্ডস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজ শুরু করে বাংলাদেশ, পরেরটিতে জেতে ৯ উইকেটে। দুই ম্যাচের কোনোটিতেই লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদীকে বিশ্রামে রাখা হয়েছে।
একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে ডাচদের একাদশে ১ পরিবর্তন। সিকান্দার জুলফিকারের জায়গায় একাদশে ঢুকেছেন টিম প্রিঙ্গল।
বাংলাদেশ : সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০