স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড। বুধবার জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ঝড়ো ফিফটিতে ইংলিশরা পেল ৮ উইকেটের অনায়াস জয়। সিরিজে ডাচদের ধবলধোলাই করার পর ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেল ইংল্যান্ড।
বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে (১২০) ছাড়িয়ে বাটলার-রয়রা উঠে গেল চূড়ায় (১২৫)। অথচ শীর্ষে থাকা তামিম ইকবালের দলের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। তবে টাইগারদের সমান ১৮ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১২৫, আর বাংলাদেশের ১২০। তালিকায় তিন নম্বর দল আফগানিস্তান। মাত্র ১০ ম্যাচে ১০০ পয়েন্ট রশিদ খান-মোহাম্মদ নবীদের।
আজ আমস্টিলভিনে আগে ব্যাটিং করে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডস সিরিজে টানা তৃতীয় ফিফটিতে করেন ৭২ বলে ৬৪ রান। ম্যাক্স ও’ডাওড ৫০ ও বাস ডে লেডের ব্যাট থেকে আসে ৫৬ রান। ৪ উইকেট নেন ডেভিড উইলি। ব্রাইডন কার্স ২ উইকেট নেন ৪৯ রানে। এ ছাড়া ১টি করে নিয়েছেন লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ ও অভিষিক্ত ডেভিড পেইন।
জবাব দিতে নেমে রয় অপরাজিত শতক হাঁকান। বাটলার মাত্র ৬৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুজনের অবিচ্ছিন্ন ১৬৩ রানের জুটিতে ৩০.১ ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ৮৬ বলে অপরাজিত ১০১ রান করে ম্যাচের সেরা রয়। এই ওপেনার তার ইনিংসটি সাজান ১৫টি চারে। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে করেন ৪৯ রান। বাটলার ৬৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ৮৬ রানের ইনিংস।