স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হবে বাংলাদেশ। এমনকি বিশ্বকাপে ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ।
২০২২ বিশ্বকাপেই নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরেছিল বাংলাদেশের। শেষদিকে দারুণ বোলিংয়ের সুবাদে জয় এসেছিল মোটে ৯ রানে। আর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তো ডাচরা বাংলাদেশকে ধূলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। ৮৭ রানে জিতেছিল ডাচরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে অসহায়ভাবে ধরা দেবার পর অবশ্য তৃতীয় ম্যাচটি জিততে সক্ষম হয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। এরপর ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে আবার অসহায় আত্মসমর্পণ। এই বাংলাদেশকে নিয়ে বিশপ বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে দেখেছি নতুন দলগুলো বড় দলকে হারিয়ে দিচ্ছে। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর সামনে কোন দলটা সবচেয়ে বেশি ঝুঁকিতে? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে চাই। ওদের সমর্থকরা দারুণ, দলেও অনেক মেধাবী আছে। হয়তো এই টুর্নামেন্টে হবে না, কিন্তু কয়েক বছরের মধ্যে ওরা ভালো একটা অবস্থানে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post