নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে নোয়াহ ক্রুশা

0
23

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ৮ ম্যাচের ছয়টি হেরে এরই মধ্যে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচ জিতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার সুযোগ আছে ডাচদের সামনে। সেই অভিযানে ব্যাঙ্গালোরে আগামী রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেলেন পেসার রায়ান ক্লেইন। তার পিঠের চোটে বিশ্ব মঞ্চে সুযোগ পেলেন নোয়াহ ক্রুশা। আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদনের খবর জানিয়েছে।

ক্রুশা এখন পর্যন্ত খেলেছেন স্রেফ একটি স্বীকৃত ম্যাচ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ৭ রান করে আউট হয়েছিলেন ২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার। এদিকে ছিটকে যাওয়া ক্লেইন বিশ্বকাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ২৬ বছর বয়সী পেসার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here