স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জবাবে নেদারল্যান্ডস ২০৫ রানে অলআউট হয়। ফলে ৮১ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।
আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানের মধ্যে পাকিস্তান হারায় ৩ উইকেট। নেদারল্যান্ডসের বোলাররা সাজঘরে ফেরত পাঠিয়েছিল ফখর জামান, বাবর আজম ও ইমাম উল হককে। ডাচদের এমন বোলিংয়ে নার্ভাস হয়ে গিয়েছিলেন পাকিস্তানের ব্যাটাররা। ম্যাচ শেষে এমনটাই জানালেন বাঁহাতি ব্যাটার শাকিল।
টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরীক্ষার সামনে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। সেটা তারা উতরে যায় মোহাম্মদ রিজওয়ান ও শাকিলের দৃঢ়তায়। দুই জনে ১১৪ বলে গড়েন ১২০ রানের জুটি। স্কোর বোর্ডে পাকিস্তান পায় ২৮৬ রানের মাঝারি পুঁজি। সেই রান তাড়ায় ২০৫ রানের বেশি করতে পারে নি বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস।
৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন শাকিল। ম্যাচ সেরা হয়ে তিনি স্বীকার করলেন প্রথমে কিছুটা নার্ভাস ছিল তারা। শাকিল বলেন, ‘সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি এবং দলের জন্য রান করার চেষ্টা করেছি। শুরুতে নার্ভাস ছিলাম কারণ আমাদের ৩ উইকেট পড়ে গিয়েছিল কিন্তু আমি ভাগ্যবান যে শুরুতেই কিছু বাউন্ডারি পেয়ে যাই। আমরা জানতাম, আমরা যদি রান করতে পারি তাহলে তাদের ওপর চাপ পড়বে। আমার মনে হয় গত ২-৩ মাস আমি ভালো খেলেছি। আমি জানতাম আমি ৫ এ ব্যাট করবো সেই অনুযায়ী আমি ব্যাটিং করেছি। দর্শকরাও দারুণ সমর্থন দিয়েছে আমাদের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post