নিজস্ব প্রতিবেদকঃ আগের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েও ভালো করতে পারেন নি নাসুম আহমেদ। তাই বাঁহাতি এই স্পিনার জায়গা হারিয়েছেন বাংলাদেশ একাদশ থেকে। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে নাসুমকে বাদ দিয়ে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে একাদশে নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন এসেছে। নাসুম আহমেদ ও হাসান মাহমুদ সরে গেছেন, দলে এসেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। এদিকে নেদারল্যান্ডসের একাদশেও দুই পরিবর্তন আনা হয়েছে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ, খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।
বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে টাইগাররা। অন্যদিকে ডাচরা আসরে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় পায়। তবে বাকি ম্যাচগুলোতে শোচণীয় হার দেখেছে ইউরোপের দেশটি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post