নেপলসবাসীকে শিরোপা উৎসর্গ নাপোলি কোচের

0
49

স্পোর্টস ডেস্কঃ ৩৩ বছর আগে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার হাত ধরেই নাপোলি সবশেষ সিরি’আ শিরোপা জিতেছিল। এবার তারা জিতেছে নিজেদের তৃতীয় শিরোপা। অবসান ঘটেছে নাপোলির দীর্ঘ অপেক্ষার। বৃহস্পতিবার উদিনেসের বিপক্ষে ড্র করে নিজেরে শিরোপা নিশ্চিত করে তারা।

লিগে নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে তাদেরকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। গত রাতে উদিনেসের মাঠে খেলা হলেও নিজেদের স্টেডিয়ামে বড় পর্দায় উৎসবের ম্যাচ দেখেছে নেপলসবাসী। নেপলসের মাঠে শিরোপা জয়ের উৎসবে সমর্থকদের সঙ্গে দেন ক্লাব প্রেসিডেন্ট অরেলিও দে লাউরেন্তিস ও নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি।

কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি শিরোপা জয়ের পর কান্নাভেজা চোখ ও ধরে আসা কন্ঠে শিরোপা উৎসর্গ করেন নেপলসবাসীকে। তিনি বলেন, ‘মানুষের মুখের হাসি ও এই খুশিই আমার সবচেয়ে আবেগের জায়গা। এই শিরোপা নাপোলির জন্য, আপনাদের জন্য। অনেক অনেক মানুষ তাদের জীবনের কঠিন সময়কে জয় করতে পারবে, কারণ তারা আজকের দিনটি মনে রাখবে। এমন আনন্দ আর উল্লাস এই মানুষগুলোর প্রাপ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here