নেপলস এখন আনন্দনগরী!

0
84

স্পোর্টস ডেস্কঃ ৩৩ বছর আগে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার হাত ধরেই নাপোলি সবশেষ সিরি’আ শিরোপা জিতেছিল। এবার তারা জিতেছে নিজেদের তৃতীয় শিরোপা। অবসান ঘটেছে নাপোলির দীর্ঘ অপেক্ষার। বৃহস্পতিবার উদিনেসের বিপক্ষে ড্র করে নিজেরে শিরোপা নিশ্চিত করে তারা।

লিগে নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে তাদেরকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। গত রাতে উদিনেসের মাঠে খেলা হলেও নিজেদের স্টেডিয়ামে বড় পর্দায় উৎসবের ম্যাচ দেখেছে নেপলসবাসী। নেপলসের মাঠে শিরোপা জয়ের উৎসবে সমর্থকদের সঙ্গে দেন ক্লাব প্রেসিডেন্ট অরেলিও দে লাউরেন্তিস ও নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি।

নেপলস স্টেডিয়ামের ৫০ হাজার দর্শকে ঠাসা গ্যালারি খেলা উপভোগ করে ৮টি বড় পর্দায়। খেলা শেষ হওয়ার পরই শুরু হয় উদযাপন। যদিও শহরে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার শঙ্কায় আতশবাজির মতো নিষিদ্ধ করা হয় সিটি সেন্টারে গাড়ী ও বাইকের র‌্যালিও। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভাঙতেও দেখা গেছে অনেককে। বাস, ট্রাম, ট্রেনে আঁকা হয়ে গেছে ‘চ্যাম্পিয়ন অব ইতালি’।

উদিনেসের মাঠে ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে একটাই আওয়াজ ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ এই ধ্বনিই যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। বহু আগে আর্জেন্টাইন ফুটবল মহাতারকা ম্যারাডোনা নামক এক জাদুকরের ডাকে জেগেছিল নোংরা ও মাফিয়াদের শহর হিসেবে পরিচিত নেপলস, এখন জাগল আরেকবার। আরেকবার হলো শিরোপা উৎসব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here