স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে রুখে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলার যুবারা। নেপালের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে। আর এতে করেই লাল-সবুজের প্রতিনিধিদের নিশ্চিত হয়েছে ফাইনাল খেলা।
৪ ম্যাচে সব মিলিয়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই ফাইনালে ওঠেছে বাংলাদেশ দল। ড্র হওয়া ম্যাচে দেখা দেয় উত্তেজনা। মাঝে ফাউলকে কেন্দ্র করে দুই দল আক্রমণাত্বক হয়। আর সেসময় বাংলাদেশ ও নেপালের একজন করে ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। দুই দলই পরিণত হয়ে দশ জনের দলে।
এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য অনেকটাই সহজ সমীকরণ ছিল। ন্যুনতম ড্র করতে পারলেই, নিশ্চিত হবে ফাইনাল। অপরদিকে নেপালের সামনে ফাইনালে ওঠার সমীকরণ ছিল, বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে হবে। তবে ম্যাচ শেষে বাংলাদেশ দলই সফল হয়েছে।
ম্যাচের প্রথমার্ধে আসেনি কোনো গোল। যদিও আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠার সব উপকরণই দেখা যায়। ৪৮তম মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। আর সেখানে বাংলাদেশের শহীদুল ইসলাম ও নেপালের দীপেশ গুরুংকে দেখানো হয় লাল কার্ড। যার ফলে দশ জনের দলে পরিণত হয় দুই দলই।
তবে সেখান থেকে ৬৩তম মিনিতে লিড নেয় বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভার গোলে ম্যাচে এগিয়ে যায় দল। যদিও লিড বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলার যুবারা। ৬৮তম মিনিটেই সমতায় ফেরে নেপাল। নিরঞ্জনের গোলে ম্যাচে ফিরে দলটি।
শেষদিকে আরও কিছু চেষ্টা দেখা যায় দুই দলেরই। তবে হয়নি কোনো গোল। যার ফলে ১-১ সমতায় ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপাল। একইসাথে ভাগাভাগি হয় পয়েন্টও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা