স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেছে টাইগাররা। রোহিত পাউড়েল-সন্দ্বীপ লামিচানদের ৮৫ রানে অলআউট করে দিয়ে ২১ রানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলাররা এনে দিলেন রেকর্ড গড়া এই জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রান করে জেতার নজির নেই আর কোনো। চার ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করেছে টাইগাররা। এই প্রথম বিশ্বকাপের এক আসরে তিন ম্যাচ জিতল বাংলাদেশ।
দলকে রেকর্ড গড়া জয় এনে দেওয়ার ম্যাচে ৪ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৭ রানে ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরষ্কার। মুস্তাফিজুর রহমান এক মেইডেনসহ ৭ রানে নেন ৩ উইকেট। আগের তিন ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিব ৯ রানে নেন ২ উইকেট। ১ উইকেট নেন তাসকিন আহমেদ। মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভারে খানিকটা খরুচে বোলিং করেছেন আজ।
এর আগে কোনোমতে একশ পার করতে সক্ষম হয় বাংলাদেশ। সাকিব সর্বোচ্চ ১৭ রান করেছেন। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু তানজিদ তামিম দিয়ে। গোল্ডেন ডাকে তিনি সাজঘরে ফেরেন সম্পাল কামির প্রথম ওভারে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন নাজমুল হোসেন শান্তও। ৫ বলে এদিন ৪ রান করে দিপেন্দ্র সিংয়ের কাছে ধরা দেন তিনি। লিটন দাস তাও রান তোলার চেষ্টা করছিলেন। ১০ রানে থামতে হয় তাকে। তার উইকেট নেন কামি। দ্রুতই তাওহীদ হৃদয় ৭ বলে ৯ রান করে লিটনের পথ ধরেন।
এরপর মাহমুদউল্লাহ ও সাকিব ইনিংস মেরামত করার চেষ্টা করেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন মাহমুদউল্লাহ। ১৩ বলে ১৩ রান করেন তিনি। সাকিবের সঙ্গে তার জুটি হয় ২২ রানের। দলীয় ৬১ রানে সাকিব ১৭ রান করে রোহিতের শিকার হন। তানজিম সাকিব এদিন করেন ৩ রান, জাকের আলী ১২। রিশাদ হোসেন ৭ বলে ১৩ রান করেন। জাকের ও রিশাদের উইকেট নেন লামিচানে। শেষে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের। কিন্তু তাসকিন আহমেদের ১২ রানে ভর করে ১০৬ করতে সক্ষম হয় শান্ত বাহিনী। এরপর বোলাররা টাইগারদের এনে জয় দারুণ এক জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post