স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রেকর্ড গড়া জয় পেয়েছে পাকিস্তান। বুধবার আগে ব্যাট করে ৩৪২ রানের পাহাড়সম পুঁজি পায় বাবর আজমের দল। রান তাড়ায় ১০৪ রানে অলআউট হয়ে যায় নেপাল। ২৩৮ রানের বড় জয় পায় পাকিস্তান।
এশিয়া কাপে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় জয়। এই টুর্নামেন্টের ইতিহাসে রানের হিসেবে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে আর একটি। ২০০৮ সালের আসরে হংকংকে ২৫৬ রানে হারিয়েছিল ভারত। এদিকে নেপাল ম্যাচকে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি বললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
মুলতানে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় অন্যরকম উত্তেজনা নিয়ে আসে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটিতে যথাযথ প্রস্তুতি সারা গেল। কেননা এমন জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরা সব ম্যাচেই একশ শতাংশ দিতে চাই। আশা করি ভারতের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে পারব।’
আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। আর এই ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দলটি। এরপর নেপালের বিপক্ষে খেলবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
Discussion about this post