স্পোর্টস ডেস্কঃ নিজেদের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক জয় পেতে শেষ বলে ব্যর্থ হয়েছে নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে ১ রান নিতে পারলেই হয়ে যেত ড্র। কিন্তু সেই ১ রান নিতে গিয়ে রান আউট হন গুলশান ঝা। স্বপ্ন ভেঙে যায় নেপালের।
সেন্ট ভিনসেন্টে আজ সকালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে নেপালের শেষ দুই ওভারে দরকার ছিল ১৬ রান। তখনই ম্যাচে ভর করে নাটকীয়তা। ১৯তম ওভারে কুশল মাল্লাকে হারিয়ে ৮ রান তুলতে পেরেছে নেপাল। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ওটনিল বার্টমানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে একটি চারসহ ৬ রান নেন গুলশান। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু গুলশান শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি। দৌড়ে রান নিয়ে ম্যাচটি টাই করার চেষ্টা করেছিলেন। কিন্তু নন স্ট্রাইকে অল্প দূরত্বের জন্য রান আউট হয়ে যান তিনি।
জয়ের কাছে গিয়ে হারের পর হৃদয় এফোঁড়ওফোঁড় হয়ে গেছে নেপালিদের। তবে অধিনায়ক রোহিত পাউড়েল গর্বিত দলের পারফর্মেন্স নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেপালি অধিনায়ক বলেন, ‘দলকে নিয়ে আমি গর্বিত। বিশেষ করে, যেভাবে আমরা বোলিং ও ব্যাটিং করেছি। এসব নিয়ে আমি খুবই গর্বিত। আমরা খুব কাছে ছিলাম, কিন্তু একটু দূরে রয়ে গেছি। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমরা ভালো করেছি, তবে যেভাবে আমরা লড়াই করেছি, তা দারুণ। আমরা যদি এরকম বড় টুর্নামেন্টে নিয়মিত খেলতে পারি, তাহলে পরের ম্যাচে এরকম পরিস্থিতিতে আমরা উল্টো প্রান্তে থাকব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post