স্পোর্টস ডেস্ক:: নেপালেই মাস কয়েক আগে উৎসব করেছিলো বাংলাদেশ। প্রথমবার সাফ জিতেছিলো বাংলাদেশ নারী দল। এবার ঘরের মাঠে কিশোরীদের সাফ চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। লাল-সবুজের মেয়েরা ঢাকায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে।
ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। মিনিট পনেরোর মধ্যেই দুই গোল দেয় বাংলার মেয়েরা। শুরুর আক্রমণ অবশ্য পরে কিছুটা ঠেকিয়ে দেন নেপালি মেয়েরা। একটা গোলও তারা শোধ করে। তবে হার এড়াতে পারেনি তারা।
ম্যাচের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ আরো একটি গোল দেয়। তাতেই স্বাগতিক কিশোরীদের ৩-১ গোলের বড় জয় নিশ্চিত হয়ে যায়। নেপালের মেয়েদেরকে তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
ম্যাচের তৃতীয় মিনিটেই আকলিমা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্রুতই ব্যবধান বড় করে। ম্যাচের ১৩তম মিনিটেই অধিনায়ক শামসুন্নাহারের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে।
পিছিয়ে পড়া নেপাল প্রথমার্ধেই ব্যবধান কমায়। ম্যাচের ২৪তম মিনিটে মানমায়া দামাইয়ের গোলে ম্যাচের স্কোর লাইন ২-১ করে নেপালি মেয়েরা। তবে বাংলাদেশ এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ায় নেপাল। গোল দিতে না পারলেও পুরোটা সময়ই প্রতিরোধ করে রাখে স্বাগতিকদের মেয়েদের। ম্যাচের শেষ মিনিটে শাহেদা আক্তারের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post