স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু বাংলার কিশোরীদের। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন সুরভী আকন্দ প্রীতি।
নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্বক ছিল বাংলাদেশ। মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে সাথী-আলপিরা। ম্যাচের ২৪তম মিনিটে প্রথমবার জালের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আলপি ও সাথীর সহযোগীতা নিয়ে গোল করেন প্রীতি।
মিনিট পাঁচেক পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। তবে এতে অবদান স্বাগতিক নেপালের গোলরক্ষক ঝর্ণার। আলপিকে ডি-বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে জোড়া গোল পূরণ করেন প্রীতি।
প্রথমার্ধের বাকি সময় ও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে। তবে মাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেই খেলতে থাকে বাংলাদেশ দল। ভালো ফুটবল উপহার দিয়ে শেষ পর্যন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
আগামী ৫ মার্চ ভারতের বিপক্ষের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post