নিজস্ব প্রতিবেদক:: নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ। নেপালের বিপক্ষে ফাইনালে ৩-০ গোলে জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল।
কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রিপার ফ্রি কিক থেকে দূরের পোস্টে দাঁড়ানো উন্নতি খাতুন তৃতীয় গোল করেন। শামসুন্নাহার প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে বক্সের বাইরে পড়ে যান। সেই ফ্রি কিক কাজে লাগিয়ে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ।
শেষ কয়েক মিনিটে বাংলাদেশের রক্ষণে কিছুটা চাপ তৈরি করেছিল নেপাল, তবে গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণ চোখে পড়ার মতো ছিল। তারা নিজেদের ঢেরায় শৃঙ্খলা বজায় রেখেছে। যার কারণে নেপালের ফুটবলাররা বাংলাদেশের ডি-বক্সে বেশি আধিপত্য দেখাতে পারেনি।
নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারায় তারা। টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলতে নেমে নেপালকে আরেকবার হারালো স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post