নিজস্ব প্রতিবেদক:: দুঃস্বপ্নের এক ঈদের সকাল যাচ্ছে বাংলাদেশের। নেপালের বিপক্ষে মাত্র ১০৬রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগার ব্যাটাররা। জয়ের জন্য ১০৭ রান প্রয়োজন নেপালের।
পবিত্র ঈদুল আযহার দিনে এযেনো ঈদ ট্র্যাজেডি টাইগার ক্রিকেটে। সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে ছাড়া নেপালে এবার বাংলাদেশের বিপক্ষেও ভালো বোলিং করলো। অল্পতেই আটকে দিলো টাইগারদের।
ইনিংসের প্রথম বলে শুন্য রানে তানজীম তামিমের বিদায়ের পর তিনে নামা শান্ত দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় সাত রানেই ফিরেছেন সাজঘরে। ৫ বলে ৪ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে টেনে তৃতীয় উইকেটে টেনে তোলার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। তবে তারা বেশি দূর যেতে পারেননি। দলীয় ২১ রানে, ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১২ বলে ১০ রানে সাজঘরে ফিরেন লিটন দাস।
এরপরই উইকেটে আসা তাওহীদ হৃদয়ও ফিরেন দ্রুত। দলীয় ৩০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের ষষ্ট ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরেন তিনি।
পঞ্চম উইকেটে সাকিবকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন রিয়াদ। ২২ রানের জুটি ভাঙে রিয়াদের বিদায়ে। ইনিংসের নবম ওভারের শেষ বলে দলীয় ৫২ রানের মাথায় রানআউট হন অভিজ্ঞ এই ব্যাটার। দুই চারে ১৩ বলে ১৩ রান করেন তিনি।
ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে দলীয় ৬১ রানের মাথায় প্রতিরোধ গড়া সাকিব ফিরেন প্যাভেলিয়নে। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ২২ বলে ১৭ রানের ইনিংস খেলেন দুই চারে। তার বিদায়ের পর তানজীম সাকিবও ফিরেন প্যাভেলিয়নে। ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৬৯ রানের মাথায় সপ্তম উইকেটে বিদায় নেন তিনি। ৫ বলে ৩ রান করেন এই বোলার।
এরপরে রিশাদ-তাসকিনদের ব্যাটে চড়ে বাংলাদেশ পার করে শতরান। এক ছক্কা ও এক চারে ৭ বলে ১৩ রানের ঝড়ো ইনিংন খেলেন লেগস্পিনার। দুই চারে ১৫ বলে ১২ রান করেন তাসকিন। তাতেই বাংলাদেশ ১৯.৩ ওভারে ১০৬ রান তুলতে সমর্থ হয়।
নেপালের হয়ে সন্দীপ লামিচান, রোহিত পাওডেল, সম্পাল কামিলরা ২টি করে উইকেট লাভ করেন।
১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post