স্পোর্টস ডেস্ক:: শেষ রক্ষা হলো না। নেপালের তারকা ক্রিকেট সন্দীপ লামিচানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এক কিশোলীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় লামিচনকে এই সাজা দেওয়া হয়েছে।
বছর দেড়েক আগে এক তরুণ অভিযোগ করেন, লামিচান তাকে ধর্ষন করেন। আদালতে অভিযোগ দেওয়ার পর সন্দীপ লামিচানকে আগেও একবার জেলে যেতে হয়েছিলো। তবে জামিনে ছিলেন তিনি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় লামিচানকে ৩ লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ বাবত ওই তরুণীকে ২ লাখ নেপালি রুপি দিতে হবে এই ক্রিকেটারকে।
বুধবার নেপালের আদালত লামিচানকে এই সাজা দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post