নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টস হেরে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে নেপাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। নাজমুল হোসেন শান্তর দলকে আগে ব্যাট করতে হবে। সুপার এইট নিশ্চিতের ম্যাচটিতে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি।
সেন্ট ভিনসেন্টে জিতলে সহজেই বাংলাদেশের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। নেপালের পাওয়ার তেমন কিছু নেই ম্যাচটিতে। জিততে পারলে কেবল সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবে দলটি। বাংলাদেশ যদি কোনো কারণে হেরে যায় এবং নীট রানরেটও যদি খুব একটা ভালো না হয় তবে নেদারল্যান্ডসের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। নেপালের বাড়ি ফেরা আগেই নিশ্চিত হয়ে গেছে।
এই গ্রুপ থেকে শ্রীলঙ্কাও বাড়ির পথ ধরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে, অবিনাশ বোহারা
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post