নেপালের সাথে বঙ্গবন্ধু রাগবি সিরিজ খেলবে বাংলাদেশ

0
16

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো বিদেশি দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। আর সেই সিরিজটি আয়োজিত হবে নেপালের বিপক্ষে। সেই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক পুরুষ রাগবি সিরিজ’। আর এই সিরিজে পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।

২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হবে এই সিরিজ। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও নেপাল দল খেলবে ২টি সেভেন-এ সাইড ম্যাচ। আর বুধবার ফিফটিন-এ সাইড ১টি ম্যাচ খেলবে দুই দল।

এবারই প্রথম কোনো ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ রাগবি দল। এর আগে বিদেশি বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ খেললেও, দেশের মাঠে খেলা হয়নি। দেশের ভেতর খেলাকে ছড়িয়ে দিতেই আয়োজন। এছাড়া এশিয়ান রাগবি ফেডারেশনের পক্ষ থেকে প্রতিবছর অন্তত একটি আন্তর্জাতিক সিরিজ খেলার বাধ্যবাধকতা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here