স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম দল হিসেবে নেপাল ২০ ওভারে ৩০০ রানের চূড়ায় উঠেছে। বুধবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ফিফটির রেকর্ডও নিজেদের করে নিয়েছে নেপালিরা। তাদের তাণ্ডবে পিষ্ট হয়েছে মঙ্গোলিয়া।
চীনের হাংজুতে জেহজাং বিশ্ববিদ্যালয় মাঠে এশিয়ান গেমসের ম্যাচে ঘটে এমন কাণ্ড। পুরুষ ক্রিকেটের ইভেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছে নেপাল। ছক্কা মেরেছে ২৬টি। আফগানিস্তানের ২৭৮ ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে যায় তাতে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন দীপেন্দ্র সিং। একইদিনে আটটি চার ও ১২ টি ছক্কায় ৫০ বলে ১৩৭ রানের তাণ্ডবময় এক ইনিংস খেলেন কুশাল মাল্লা। এই ইনিংস খেলার পথে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির দুই রেকর্ডই এখন নেপালের ব্যাটারদের দখলে। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কুশাল। দেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড গড়েছেন। এত দিন ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের মালিক ছিলেন যুবরাজ। এবার তাঁকে পেছনে ফেলে রেকর্ড গড়েছেন দীপেন্দ্র।
৯ বলে ফিফটি করেন দীপেন্দ্র। ৫২০ স্ট্রাইকরেটে ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে কোনো চার না থাকলেও ছক্কা মারেন ৮টি। নেপালের করা ৩১৪ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৩.১ ওভারে মঙ্গোলিয়া অলআউট ৪১ রানে। ২৭৩ রানে জিতেছে নেপালিরা। রেকর্ড এটিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০