স্পোর্টস ডেস্ক:: ছেলেদের সাফ ফুটবল একবার শিরোপা ছোঁয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের এই শিরোপা স্পর্শ করা হয়নি বাংলার বাঘিনীদের। আগামিকাল সোমবার নেপালে সেই অপেক্ষা ফুরানোর পালা। স্বাগতিক নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নারী দল।
এবারের সাফে অন্যরকম এক বাংলাদেশকে দেখছে প্রতিপক্ষরা। ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও ভুটানের মেয়েদের উড়িয়ে দিয়ে ফাইনালে গেছে বাংলাদেশ। চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দেওয়া বাংলার মেয়েরা একটি গোলও হজম করেনি। সোমবার ফাইনাল জিতলেই প্রথমবারের মতো শিরোপা জয় হয়ে যাবে।
২০১৬ সালে ফাইনালে উঠা বাংলাদেশ ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয়ে ছিলো। এবার সাফে সেই ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। সেমিতে ভুটানকে বিধ্বস্ত করেছে ৮-০ গোলের বড় ব্যবধানে।
ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, মেয়েরা আত্ম বিশ্বাসী। কাল ইতিহাস গড়ার অপেক্ষায় আছে তারা। তিনি বলেন, ‘এবার নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আগে জিততে পারিনি। তবে বিগত দিনে কি হয়ৈছে, তা নিয়ে ভাবছি না। মেয়েরা ভালো ফুটবল খেলবে। ভারতের সঙ্গে কখনো জিতিনি, এবার তা হয়েছে। কাল (সোমবার) আরেকটি দিন, অন্য দিন। যদি মেয়েরা ভালোভাবে খেলতে পারে, তাহলে নতুন একটা কিছু দেওয়ার চেষ্টা করবে। ইতিহাস সৃষ্টি করতে চেষ্টা করবে।;
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০