নেপাল জাতীয় দল থেকে বাদ পড়লেন লামিচানে

0
54

স্পোর্টস ডেস্কঃ ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দ্বীপ লামিচানে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএন) এরপর লামিচানেকে নিষিদ্ধ করে সব ধরনের ক্রিকেট থেকে। তবে কিছুদিন আগে এই তারকা ক্রিকেটার ২০ লাখ টাকা জরিমানা দিয়ে জামিনে বের হয়েছেন।

পরবর্তীতে লামিচানের উপর থেকে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। সম্প্রতি নামিবিয়া ও স্কটল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজে দলে ডাক পান। চার ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করে দারুণ পারফম্যান্সের জানান দিয়েছেন। কিন্তু লামিচানের এমন ফিরে আসা নিয়ে খুশি ছিল নামিবিয়া ও স্কটল্যান্ড। দুই দেশই বিবৃতি দিয়ে প্রতিবাদ দিয়েছে।

এমনকি ম্যাচ শেষে লামিচানের সাথে হাত মেলাননি স্কটল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এমন ঘটনা সাড়া ফেলেছে। এসবেরই মাঝেই এবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন লামিচানে। সামনেই সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়ার সাথে ত্রিদেশীয় সিরিজ আছে নেপালের।

আর সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সিএন। তবে জায়গা হয়নি লামিচানের। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়ার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। আমিরাতের মাঠে হতে যাওয়া সেই সিরিজে নেপালকে নেতৃত্ব দেবেন রোহিত পোডেল।

১৫ সদস্যের নেপাল দল
রোহিত পোডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং, গায়েন্দ্র মাল্য, আসিফ শেখ, সম্পাল কামি, কারান কেসি, কুশল ভুরতেল, ললিত রাজবংশি, ভিম সার্কি, সন্দীপ জোরা, কুশল মাল্য, শ্যাম ধাকাল, গুলশান ঝা, আরিফ শেখ ও প্রতীশ জিসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here