স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল দিয়েছেন তিনি। ঘোষিত দলে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একদম ভালো কাটেনি আল নাসর ফরোয়ার্ডের। আসরে তিনি পাননি কোনো গোলের দেখা। তবে এই তারকাকে বাদ দেন নি পর্তুগাল কোচ।
আগামী মাসে নেশন্স লিগে ৫ সেপ্টেম্বর পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আর ৮ তারিখ স্কটল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে নতুন মুখ জিওভানি কায়েন্দা, থিয়াগো সান্তোস ও রেনেতো ভেইগা। স্পোর্টিং লিসবন ফরোয়ার্ড জিওভানি পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৬ ম্যাচ খেলে করেছেন ৪ গোল, লিলের রাইটব্যাক কায়েন্দা এর আগে পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ২ ম্যাচ। এই গ্রীষ্মে চেলসি পাড়ি জমানো সেন্টারব্যাক রেনেতো অনূর্ধ্ব-১৯, ২০ ও ২১ দলের হয়ে খেলেছেন, তিনি মূলত পেপের জায়গায় ডাক পেয়েছেন।
বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে। নেশন্স লিগের এবারের আসরে লিগ ‘এ’ এর এক নম্বর গ্রুপে আছে পর্তুগাল। ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ছাড়াও এই গ্রুপে তাদের আরেক সঙ্গী পোল্যান্ড। প্রত্যেকে ৬টি করে ম্যাচ খেলে ৪ দলের মধ্যে থেকে মোট ২টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় দলকে খেলতে হবে বাছাইয়ের প্লেঅফ। চতুর্থ দলের অবনমন হবে লিগ ‘বি’তে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০