স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগের ফাইনালস থেকে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডি লিট। সোমবার এই ফুটবলারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। গত শনিবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি।
আগামী বুধবার নেশন্স লিগের প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে স্পেন ও ইতালি। আগামী রোববার মাঠে গড়াবে ফাইনাল। সেমিতে জিতে ডি লিটের দল আসরের ফাইনাল নিশ্চিত করলেও খেলা হবে না তাঁর।
এদিকে ইতোমধ্যে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ডি লিটের বিকল্প খোঁজে নিয়েছে। নেশন্স লিগে তাঁর বদলি হিসেবে বায়ার্ন মিউনিখের ডালে ব্লিন্ডকে দলে যোগ করেছে নেদারল্যান্ডস। এই ডিফেন্ডার ইতোমধ্যে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের হয়ে অনুশীলনও সেরেছেন।
নেদারল্যান্ডস স্কোয়াড-
গোলরক্ষক: জাস্টিন বিজলো (ফেইনোর্ড), মার্ক ফ্লেককেন (এসসি ফ্রেইবার্গ), অ্যান্ড্রিস নপারট (হিরেনভিন)
ডিফেন্ডার: নাথান আকে (ম্যানচেস্টার সিটি), সোভেন বটম্যান (নিউক্যাসল ইউনাইটেড), ডেনজেল ডামফ্রিজ (ইন্টার মিলান), লুৎশারেল গির্ত্রুইডা (ফেইনোর্ড), টাইরেল মালাসিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), জুরিয়েন টিম্বার (আজাক্স আমস্টারডাম) , ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং (বার্সেলোনা), মার্টেন ডি রুন (আটালান্টা), তেউন কুপমেইনারস (আটালান্টা), নোয়া ল্যাং (ক্লাব ব্রুগ), জোই ভিরম্যান (পিএসভি আইন্দহোভেন), ম্যাটস উইফার (ফেইনোর্ড), জর্জিনিও উইজনাল্ডাম (এএস রোমা)
ফরোয়ার্ড: স্টিভেন বার্গভিজন (আজাক্স আমস্টারডাম), কোডি গ্যাকপো (লিভারপুল), ডনিয়েল ম্যালেন (বরুশিয়া ডর্টমুন্ড), জাভি সিমন্স (পিএসভি আইন্দহোভেন), ওয়াউট ওয়েঘর্স্ট (ম্যানচেস্টার ইউনাইটেড)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post