নেশন্স লিগে হেরে চাকরি গেল স্লোভেকিয়া কোচের

0
9

স্পোর্টস ডেস্কঃ ২০২০ সালের শেষদিকে স্লোভেকিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্টেফান টারকোভিচ। কিন্তু দলের টানা ব্যর্থতায় এবার আর চারকি টিকল না তার। মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে কাজাখাস্তানের বিপক্ষে হারের পর টারকোভিচকে বরখাস্ত করেছে স্লোভেকিয়া ফুটবল ফেডারেশন।

শুক্রবার আজারবাইজান ও সোমবার আবারো কাজাকদের বিপক্ষে নেশন্স লিগের পরবর্তী ম্যাচ খেলবে স্লোভেকিয়া। আসন্ন ম্যাচ দু’টিতে ডাগআউটে কোচের দায়িত্ব পালন করতে পারেন টারকোভিচের সহকারী স্যামুয়েল স্লোভাক বা মারেক মিনটাল।

অতি দ্রুতই টারকোভিচের বদলী হিসেবে অভিজ্ঞ কোন কোচকে নিয়োগের চেষ্টা করবে স্লোভেকিয়া, বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইউরোপের দলটি। র‌্যাঙ্কিংয়ের ১২৫তম স্থানে থাকা কাজাকদের বিপরীতে স্লোভেকিয়ার র‌্যাঙ্কিং ৪৫তম।

চলতি নেশন্স লিগে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-৩’র দ্বিতীয় স্থানে রয়েছে স্লোভেকিয়া। অন্যদিকে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাজাখস্তান। এই গ্রুপের বিজয়ী দল উপরের লিগে উন্নীত হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here