স্পোর্টস ডেস্কঃ শেষের রোমাঞ্চে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ২১৪ রানের পাহাড় গড়ে রাজস্থান। জবাব দিতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে জয় পেয়েছে অ্যাইডেন মার্করামের দল।
২১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন, গ্লেন ফিলিপসের ব্যাটে জয় পায় হায়দ্রাবাদ। যদিও ম্যাচের নাটাই ছিল রাজস্থানের হাতে। শেষ ওভারে জিততে ১৭ রান দরকার হায়দ্রাবাদের। বোলার সন্দ্বীপ শর্মার করা শেষ ওভারে জিতেও জেতা হলো না রাজস্থানের।
শেষ বলে যখন ৫ রান লাগত, তখন লং অনে ক্যাচ তুলে দেন সামাদ। ম্যাচ জিতে যায় রাজস্থান। কিন্তু থার্ড আম্পায়ার নো-বলের সংকেত দেন। রিপ্লেতে দেখা যায় ওভার স্টেপ করেছেন বোলার সন্দ্বীপ। পরে ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে হায়দ্রাবাদকে আসরের চতুর্থ জয়ের স্বাদ এনে দেন সামাদ।
ম্যাচ শেষে সামাদ বললেন, ‘নো’ বলের সঙ্কেত পেয়েই নতুন আশার সঞ্চার হয়েছিল তার মনে। ২১ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম, বল যেন স্লটে পাই। শেষ পর্যন্ত তা পেয়ে যাই এবং সৌভাগ্যবশত ‘নো বলও পেয়ে যাই। আজকে ভাগ্যটা ভালো ছিল আমার। আমি অপেক্ষায় ছিলাম, ঠিক জায়গায় বল পাওয়ার জন্য, ব্যস। সেটিই হলো, বল জায়গা মতো পেলাম, শট খেলাম এবং কাজে লেগে গেল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post