পগবার রেখে যাওয়া জার্সি পরবেন আর্জেন্টাইন তারকা

0
24

স্পোর্টস ডেস্ক:: দলবদলের বাজারে বড় চমক দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন তরুণ তারকা লিসান্দ্রো মার্তিনেসকে আয়াক্স থেকে দলে ভিড়িয়েছে এরিক টেন হাগের দল। মূলত কোচের পছন্দেই আয়াক্স থেকে ম্যানইউতে এই তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড এবার জানিয়ে দিয়েছে লিসান্দ্রো মার্তিনেসের জার্সি নম্বর। পল পগবার রেখে যাওয়া ৬ নম্বর জার্সিটিই পরবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

লিসান্দ্রো মার্তিনেসকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৭ মিলিয়ন ইউরো খরচ করেছে। ম্যানইউর নতুন কোচ এরিক টেন হাগের চাহিদাতেই এই তারকাকে পছন্দ করেছেন। তার চাওয়াতেই আয়াক্সের এই তারকাকে দলে নিয়ে আসছে ক্লাবটি।

মার্তিনেস ২০১৯ সালে আয়াক্সে পাড়ি জমিয়ে ছিলেন। সে সময় ক্লাবটির কোচ ছিলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনিই এই তারকাকে আনছেন। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। চুক্তি স্বাক্ষরের শেষ পর্যায়ে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্তিনেসের চুক্তি হবে পাঁচ বছরের জন্য। আগামি ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। তবে মেয়াদ শেষে সেই চুক্তিও বাড়ানোর প্রস্তাব আছে। অর্থাৎ ২০২৭ সাল শেষে আরো এক বছর রেড ডেভিলদের শিবিরে থাকবেন তিনি।

২০১৯ সালে ৬.৩ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে আর্জেন্টাইন ক্লাব দিফেন্সা ওয়াই জাস্তিসিয়া থেকে আয়াক্সে পাড়ি জমান মার্তিনেস। বিদায়ের আগ পর্যন্ত তিনি ১২০ ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়। খেলেছেন আর্জেন্টাইন দলেও। আয়াক্সের হয়ে ডাচ কাপও জেতেছেন তিনি। জিতেছেন দু’টি লিগ শিরোপাও। গত মৌসুমে তিনি আয়াক্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here