স্পোর্টস ডেস্কঃ জুনের শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন ফরাসি তারকা পল পগবা। ইউনাইটেডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্লাবটি বুধবার জানিয়েছিল, চুক্তির মেয়াদ শেষে এই গ্রীষ্মে পগবা ও জেসি লিনগার্ড ক্লাব ছাড়বেন। এবার হুয়ান মাতাও ছেড়ে যাচ্ছেন ম্যানচেস্টারের দলটি।
ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে ২৮৫ ম্যাচ খেলে ৫১ গোল করেছেন মাতা। তবে সবশেষ মৌসুমে লিগে মাত্র সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবটির হয়ে চারটি ট্রফি জেতেন এই ফুটবলার। এর আগে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে ২০১৪ সালে চেলসি থেকে দলে টেনেছিল ইউনাইটেড। এ জন্য তাদের খরচ করতে হয়েছিল ৩ কোটি ৭১ লাখ পাউন্ড, ক্লাবটির ইতিহাসে যা সেই সময়ের রেকর্ড।
ইউনাইটেডের জন্যও মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো। কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করে দলটি। লিগ শেষ করে কোনোমতে ষষ্ঠ স্থানে থেকে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০