স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ক্যারিয়ারের নবম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৬৬ রানে বোল্ড হয়ে ফিরলেন ডানহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির একটু নিচু হওয়া বলে বোল্ড হয়েছে ৭৫ বল খেলা মুশফিক।
কিউই পেসার হেনরির ক্রস সিমের স্লোয়ার সেভাবে নিচু হবে ভাবেন নি মুশফিক। বোল্ড হয়েছেন ৭৫ বলে ৬৬ রান করে। অসময়ে আরেকটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর আগে থিতু হয়েও উইকেট বিলিয়ে আসেন অধিনায়ক সাকিব। লকি ফার্গুনসনের শর্ট বলে ক্যাচ দেন তিনি।
মুশফিকের বিদায়ে ভাঙল ৩৬ বল স্থায়ী ২৩ রানের জুটি। ৭৫ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬৬ রান করেন মুশফিক। ৩৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। শেখ মেহেদী হাসানের জায়গায় অভিজ্ঞ এই ব্যাটারকে একাদশে নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০