স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে জিতেছেন তিনটি পদক। অথচ সেই পদকগুলো নিয়ে বাড়ী ফেরা হলো না মাশরাফি হোসেন মারুফের। পদকের সঙ্গে লাশ হয়ে বাড়ী ফিরলেন রংপুরের বিভাগের এই সাইক্লিস্ট।
চলমান যুব গেমসে রংপুরের এই সাইক্লিস্ট নিজ বিভাগের হয়ে অংশ নেন। প্রথমবার যুবম গেমসে অংশ নিয়ে রংপুরকে জেতান তিনটি পদক। গেমসের সাইক্লিং ডিসিপ্লিনে ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জেতেন উদীয়মান এই সাইক্লিস্ট।
পদক জয়ী মাশরাফি হোসেন মারুফ মঙ্গলবার ট্রেন যোগে নিজের বাড়ীতে যাচ্ছিলেন। পথে চলন্ত ট্রেন থেকে পড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এদিনই বনানী স্টেডিয়ামে শেখ কামাল যুব গেমসে অংশ নিয়ে পদক জিতেছিলেন। বিকেলে বাড়ী ফেরেন, তবে নিথর দেহ হয়েই।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কোষাধ্যক্ষ সাহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ছেলেটা একটা রেলস্টেশনে মারা গেছে। তবে সেটা মূল রেলস্টেশন না। ওখানে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। কিন্তুু ট্রেন গতি কমালে অনেক সময় যাত্রীরা নেমে পড়ে। মাশরাফির স্কুলটাও এই স্টেশনের পাশেই। ট্রেনের যখন গতি কম ছিল তখন সে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সতীর্থ বন্ধু সাইক্লিস্টদের নিজের স্কুল দেখানোর চেষ্টা করছিলো। কিন্তুু দুর্ঘটনাবশত হাত ফসকে পড়ে যায়। রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে সেখানেই মারা যায়।’
তরুণ এই সাইক্লিস্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post