স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। চলতি এশিয়াডে এটিই লাল সবুজের প্রতিনিধিদের প্রথম পদক। সোমবার ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে নারীদের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৫ উইকেটে জিতেছে টাইগ্রেসরা। এতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
এশিয়াডে পদক জিতে খুশি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রতিটি দল টুর্নামেন্ট খেলতে আসে সর্বোচ্চ অর্জনের জন্য। আমাদেরও তাই লক্ষ্য ছিল। কিছু না পাওয়ার চেয়ে, কিছু নিয়ে যাওয়া অবশ্যই ভালো। দুবার রুপার পর স্বর্ণ পদক প্রত্যাশাটাই স্বাভাবিক। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে অন্তত খালি হতে ফিরে যাচ্ছি না।’
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন জ্যোতি। বোলিংয়ে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ফিল্ডিং নেওয়াটাকেই পাকিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা স্পিন নির্ভর। বোলাররা ভালো করেছে।’
Discussion about this post