পদত্যাগ করবেন স্ট্রাউস

0
56

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অ্যান্ড্রু স্ট্রাউস। ইসিবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পদত্যাগপত্র জমা দেবেন সাবেক এই অধিনায়ক।

এক বিবৃতিতে স্ট্রাউস বলেন, ‘ইসিবির সঙ্গে সময়টা খুব উপভোগ করেছি এবং ইংল্যান্ড দলের সাফল্যে অবদান রাখতে পেরে গর্বিত। এই সংগঠনের বাইরে দায়িত্ব বাড়তে থাকায় আমি বর্তমান এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০২২ সালের সেপ্টেম্বর থেকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার এবং পারফরমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন স্ট্রাউস। পাশাপাশি অন্যান্য দায়িত্ব বেড়ে যাওয়ায় ইসিবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২১ সালের অ্যাশেজে ইংল্যান্ডের ৪-০ পরাজয়ের পর হাই পারফরম্যান্স রিভিউ করেন স্ট্রাউস। তার ওই রিভিউতে আসা ১৭টি পরামর্শের মধ্যে ইসিবি ১৫টি বাস্তবায়ন করে। যার ফলও মাঠের খেলায় পাচ্ছে ইংলিশরা। ছেলে-মেয়েদের ক্রিকেটে বেশ এগিয়ে আছে ‘ক্রিকেটের জনক’ খ্যাত ইংল্যান্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here