স্পোর্টস ডেস্ক:: ১৯৯০ বিশ্বকাপের পর কখনো বিশ্বকাপ ফুটবলের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়নি মেক্সিকোকে। শেষ ম্যাচে সৌদী আরবকে হারিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দলটি।
দল শেষ ষোলোতে উঠতে না পারায় মেক্সিকোর প্রধান কোচ টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। বিশ্বকাপ মিশন শেষ করে দলটি দেশে ফেরার আগেই মার্টিনো জানিয়ে দিয়েছেন, তিনি কোচের দায়িত্ব পালন করবেন না। গত রাতে সৌদী আরবকে হারিয়েছিলো দলটি।
আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ডও হারে ২-০ গোলে। সৌদীর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর অনেকটা কাছেই ছিলো মেক্সিকো। কিন্তুু শেষ মুহুর্তৈ একটি গোল হজম করে ২-১ ব্যবধানে জিতে তারা। ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লেভানডফস্কিরা চলে যায় বিশ্বকাপের সুপার সিক্সটিনে। বাদ পড়তে হয় মেক্সিকোকে।
মেক্সিকোর ফুটবল কর্তারা অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি। তাদের পক্ষ থেকেও কোচকে দায়িত্ব ছাড়ানোর বা ভরখাস্ত করার তেমন কোনো উদ্যোগই ছিলো না। তবে দল দ্বিতীয় রাউন্ডে না উঠায় মার্টিনো ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে স্বেচ্ছায় কোচের পদত্যাগ থেকে পদত্যাগ করলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0