নিজস্ব প্রতিবেদকঃ স্বপ্নকে ছাড়িয়ে, এবার বাস্তবতায় রূপ নিয়েছে পদ্মা সেতু। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের একটি এই সেতু। যেটি কিনা উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। আর এই সেতুকে নিয়ে ইতিমধ্যেই আলোড়ন হয়েছে বেশ জোরেশোরে। বাঙালির গর্বের সেতু এবার দেশ ছাড়িয় বিদেশেও নজর কাড়তে যাচ্ছে।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। বিশ্বের কাছে পদ্মা সেতুর পটভূমি তুলে ধরতে, এই ব্যবস্থা করা হয়েছে। এই সিরিজের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’
১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার সিরিজ। টেস্ট দিয়ে যার যাত্রা শুরু হবে সিরিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে রাত ৮টায়। আর এই সিরিজে দেখা যাবে পদ্মা সেতুকে।
অ্যান্টিগায় ম্যাচ চলাকালীন টিভি পর্দায় ভেসে ওঠবে পদ্মা সেতুর ছবি ও ভিডিও। এছাড়া পেরিমিটার বোর্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতুর ছবিও দেখানো হবে। আর এতে বিশ্বের সামনে ওঠে আসবে বীরত্বগাঁথা সেই অর্জন। বাংলাদেশের নিজেদের টাকায় বানানো সেতু বিশ্বের বুকে ফুটে ওঠবে এবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা