স্পোর্টস ডেস্ক:: একজন বোলার বল করার সময় তার দুই পা-ই পপিং ক্রিজের ভেতরে থাকতে হয়। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা একস পেসার বল ডেলিভারি করলেন পপিং ক্রিজের এক ফুটেরও বেশি বাইরে পা নিয়ে। আবু ধাবি টি-১০ লিগে সংযুক্ত আরব-আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা পেসার বিলালের এমন ‘নো’ বল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ডেভিড ওয়ার্নার, আকাশ চোপড়া থেক শুরু করে অনেকেই এটি ফিক্সিং হিসেবে সন্দেহ করছেন।
শনিবার আবুধাবি টি– ১০ লিগের স্যাম্প আর্মি–নিউইয়র্ক স্ট্রাইকার্স ম্যাচে এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে। স্যাম্প আর্মির দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ব্যাট করছিলো স্ট্রাইকার্স। ইনিংসের চতুর্থ ওভারে চতুর্থ বলে পাকিস্তান ব্যাটসম্যান আসিফ আলীর বিপক্ষে এক ফুটেরও বেশি পা বাইরে রেখে বল করেন আর্মি নিউইয়র্কের পেসার বিলাল। বিলালের ‘নো’ বল ডেলিভারিটি এতটাই অস্বাভাবিক ছিলো যে মাঠে থাকা ক্রিকেটাররা হাসতে থাকেন। ফিল্ডিং করতে থাকা সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি হেসে দেন। বাদ যাননি, সাইডলাইনে থাকা ইংলিশ পেসার রিস টপলিও। তিনি এমন নো বল ডেলিভারি দেখে হেসেছেন।
‘নো’বলে পাওয়া ফ্রি হিটে ছক্কা হাকান ডোনোভান ফেরেইরা। ম্যাচটা শেষ পর্যন্ত বিলালের দলই জিতেছে। বিলালের ওই ডেলিভারি নিয়ে সন্দেহ করছেন অনেকে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার এক্স পোস্টে লিখেছেন, ‘এটা কি ফ্রি হিট ছিল?’। আবুধাবি টি–১০ লিগকে ট্যাগ করে তিনটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন ওয়ার্নার। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ঘটনার ভিডিও পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন ভয়ে চিৎকারের তিনটি ইমোজি।
আবুধাবির এই লিগে এর আগেও ফিক্সিংয়ের অভিযোগ উঠে। চলতি বছরের শুরুর দিকে ২০২১ আসরে দুর্নীতির দায়ে পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আসহার জাইদি ও দলের মালিক পরাগ সাংঘাভি ও কৃষাণ কুমার চৌধুরীকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
বিলালের এমন নো বলের ছবিটি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট সংম্লিষ্ট অনেকেই স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। মাঠে গড়াতে না গড়াতেই এবার ফিক্সিং কান্ডে অভিযুক্ত হচ্ছে আবুধাবির টি-১০ লিগ। এখানে খেলা বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। অনেকেই বলছেন টি-১০ লিগে খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডগুলো আরো সাবধানী হতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ.ডেস্ক.০০