স্পোর্টস ডেস্ক:: সৌদী আরবের পবিত্র শহরে ঈদুল ফিতর পালন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ওমরাহ হজ করতে গিয়ে সৌদী আরবে তিনি রোজাও রেখেছেন। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে সৌদীতে রোজা এবং ঈদ পালন করে বেশ উচ্ছ্বসিত মাশরাফী।
জানিয়েছেন, সৌদী আরবে রোজা রেখে এবং ঈদুল ফিতর উদযাপন করে অনেক শান্তি অনুভব করছেন তিনি। যেটা আগে কখনো পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদী আরবে ঈদ এবং রোজার অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশের একদিন আগেই সৌদী আরবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবারই সৌদীতে ঈদ হয়েছে। আজ শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সৌদীতে রোজা এবং ঈদ কতটা শান্তির তা বুঝতে পারছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেন, ‘পৃথিবীল শ্রেষ্ঠ মহামানব, আমার নবীজি যিনি হাজারও কষ্ট সহে উনার উম্মতদের জন্য শুধু মহান আল্লার কাছে দোয়া করেছেন আর হেদায়েত চেয়েছে, আজ এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে রোজা আর ঈদ করতে পারা কতটা শান্তির তা এখন বুঝতে পারছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০