পবিত্র হজ পালন শেষে দলে ফিরেছেন রশিদ

0
25

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী মঙ্গলবার থেকে শুরু দু’দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। টি-টোয়েন্টি তিনটি যথাক্রমে ২৭, ২৮ ও ৩১ জুলাই। দুই সিরিজের ছয় ম্যাচ ৬টি ভেন্যুতে হবে।

পবিত্র হজ পালন শেষে দলে ফিরেছেন আদিল রশিদ। সাদা বলের দুই দলেই আছেন এই লেগ স্পিনার। পবিত্র হজ পালনের জন্য ভারত সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন আরেক লেগ স্পিনার ম্যাট পার্কিনসন।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকা জনি বেয়ারস্টো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছেন দুই দলেই। ১৫ জনের দলে ডাক পেয়েছেন টেস্টে দারুণ পারফরম্যান্স করা ম্যাথু পটস। ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সংস্করণ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরেও খেলবেন না তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here